সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্হান কর্মসূচি পালন করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠন। ১৪ আগষ্ট বুধবার বেলা ৪ ঘটিকায় কলাবাগান মার্কেটের সামনে জেলা বিএনপির সহ সভাপতি শরীফ মোঃ ইউনুছ এর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মন্জিল হোসেন, আব্দুল খালেক পাটোয়ারী, মহসিন মোল্লা,পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী,যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন,সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, বাছির আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী।