Header Border

ঢাকা, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ কচুয়া পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা মতলব উত্তরে ৩৮ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক!  মতলব উত্তরে কালীপুর লঞ্চঘাটের পন্টুনে ওঠার খুঁটি ভাঙা ; লঞ্চে উঠতে যাত্রীদের ভোগান্তি হাজীগঞ্জে সৌদি প্রবাসীর সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগ নারায়ণগঞ্জ ইয়ং ফাইটার্স ক্লাবের খেলোয়াড়দের ট্রাকস্যুট ও জার্সি প্রদান জানালার গ্রীল কেঁটে গভীর রাতে কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি চাঁদপুর সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে জনসমুদ্র হাজীগঞ্জ বাজার

 

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে হাজীগঞ্জে স্মরণকালের বৃহত্তম বর্ণাঢ্য র‌্যালি করেছে বিএনপি। শনিবার (৯ নভেম্বর) বিকাল ৪ টায় বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হকের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এ দি দুপুর ১টা থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল নেতাকর্মী মিছিলে নিয়ে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে মাঠে আসতে থাকে। সাড়ে তিনটা নাগাত উক্ত এলাকা লোকারণ্য হয়ে যায়। এরপর বিকাল ৪টার র‌্যালিটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদিক্ষণ করে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ সমাবেশ স্থলে গিয়ে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের বীজ বপন করেছিলেন। সিপাহীদের নেতা থেকে জনতার নেতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি। স্বাধীনতা উত্তর এভাবেই জাতির ক্রান্তিকালে প্রতিবারই হাল ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, ১৯৮১ সালে শেখ মুজিবুর রহমানের কন্যাকে দেশে প্রত্যাবর্তন, ৯০ এর গণঅভ্যুত্থান, ৯৬ এর স্থায়ী তত্ত্বাবধায়ক নীতি প্রতিষ্ঠা, সবশেষ গত ৫ আগস্টে ছাত্র-জনতার আরেকটি বিপ্লবের মধ্য দিয়ে গত ১৬ বছর আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে। আমাদের নেতা তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়তে চান। সেই নতুন বাংলাদেশে কাউকে নিষিদ্ধ হতে হবে না এবং কাউকে নিষ্পেষিত করা যাবে না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কারো কোনো প্রতিষ্ঠান দখল করা যাবেনা। আওয়ামী লীগ কিংবা প্রতিপক্ষের কাউকে মিথ্যা মামলা কিংবা কারো ক্ষতি করা যাবে না এবং আইন নিজের হাতে তুলে নিবেন না। পুলিশের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, কোনো নেতার প্ররোচনায় পড়ে কাউকে মিথ্যা মামলার আসামি করবেন না। যারা প্রকৃত দোষী, তদন্তপূর্বক শুধুমাত্র তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।

আরো পড়ুন  মতলব উত্তরে গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইঞ্জি. মমিনুল হক। উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলালের উপস্থাপনায় সমাবেশ ও র‌্যালিতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক খোরশেদ আলম ভুট্টু উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান দুলাল, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর আহবায়ক মজিবুর রহমান, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমান হোসেন উপস্থিত ছিলেন।

এসময় পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
কচুয়া পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা
মতলব উত্তরে ৩৮ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক! 
মতলব উত্তরে কালীপুর লঞ্চঘাটের পন্টুনে ওঠার খুঁটি ভাঙা ; লঞ্চে উঠতে যাত্রীদের ভোগান্তি

আরও খবর

error: Content is protected !!