জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাজীগঞ্জে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে মোশাররফ হোসেন টিটু নেতৃত্বে মোল্লাডগর গ্রামের ৩ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই র্যালিতে কয়েক হাজার নেতা-কর্মী একত্রিত হন, যার নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
এই র্যালিতে উপজেলার মোল্লাডহর গ্রামের ৬ নং বড়কূল ইউনিয়ন বিএনপির সহসম্পাদক মোশাররফ হোসেন টিটুর নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী যোগদান করেন। র্যালীটি হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে বিশ্বরোড এলাকায় এসে আলোচনা সভায় সমবেত হন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। ইঞ্জি. মমিনুল হক তাঁর বক্তব্যে বলেন, “কোনো প্রতিষ্ঠান দখল বা মিথ্যা মামলা করা থেকে বিরত থাকতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রকৃত দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।” পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, মিথ্যা মামলায় কাউকে জড়াবেন না; বরং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন।
আলোচনা সভা ও র্যালি শেষে মোশারফন হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা মোল্লাডহর গ্রামে ফিরে যান।