বিশিষ্ট শিল্পপতি, সিকোটেক্সের কর্ণধার,সূফী সাদধক, কৃষি উদ্যক্তা ও সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দীনের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাবলম্বী মানুষের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৎসঙ্গ ফাউন্ডেশন মতলব উত্তর উপজেলার উদ্যেগে সোমবার ১২ নভেম্বর বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর সূফী দরবারে আলোচনা সভায় বক্তব্য দেন – সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি নাসির উদ্দীন সরকার, মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহাম্মদ আলী, অফিসার ইনচার্জ মো.রবিউল হক, সৎসঙ্গের উপদেষ্টা কবি সেলিম মিয়া, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কমান্ডার গোলাম মোস্তফা, সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার, জেলা আহব্বায়ক সাংবাদিক লোকমান হাবিব, মতলব উত্তর উপজেলার সভাপতি জিএম ফারুক, ষাটনল ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন মেম্বার।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার কার্যকরী সভাপতি সাংবাদিক মাহবুব আলম লাভলু এবং পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আক্তার হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ও কবি শহিদুল ইসলাম খোকন।
পরে গণমানুষের নাটক “মানুষ হও” মঞ্চস্থ হয়েছে।