Header Border

ঢাকা, শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
শাহরাস্তি মডেল স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শাহরাস্তি পৌর শ্রমিক দলের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা মাতৃভাষা দিবসে বায়তুল ফালাহ ওয়েলফেয়ার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেন শাহরাস্তিতে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ২১ ফেব্রুয়ারিকে ঘিরে চাঁদপুর শহরে ফুলের জমজমাট ব্যবসা  হাজীগঞ্জে জগন্নাথপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ শাহরাস্তিতে নূর ভিশন তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান শাহরাস্তিতে বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের সম্পত্তি দখলের চেষ্টা ডাকাতিয়া নদীর তীরে পাবলিক টয়লেট নির্মাণের অভিযোগ চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্র এবং ‘বিজয়ীর’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

হাজীগঞ্জে মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন

হাজীগঞ্জে মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজন ও দোয়া-মাহফিলের মধ্য দিয়ে প্রায় দুই সহস্রাধীক অতিথিবৃন্দের উপস্থিতিতে দোয়া-মাহফিল এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা (কবুতর) উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ পার্ক ও রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।

দোয়া-মাহফিল পরিচালনা করেন, হাফেজ মো. জসিম উদ্দিন। দোয়া ও মোনাজাত শেষে পার্ক ও রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মার্ক গ্রæপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

জানা গেছে, আধুনিক ব্যবস্থাপনায় নির্মিত এই পার্ক এন্ড রেস্টুরেন্টে থাকছে বিনোদন ও ভোজন রসিকদের জন্য নানা সুযোগ-সুবিধা। এতে বিনোদন প্রেমিরা সুন্দর ও স্মরণীয় মূহুর্ত উপভোগ করতে পারবেন। এখানে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি কিডস্ প্লে জোন, ট্রেইন, নাগর দোলা, দোলনা, সুইমিং পুল এবং শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সজ্জায় সজ্জিত রেস্টুরেন্টে থাই, চাইনিজ, ইন্ডিয়ান ও সাগরের মাছসহ সবধরনের ফাস্টফুড খাবার রয়েছে।

উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের অবস্থিত মার্কল্যান্ড পার্ক এন্ড রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এ্যাড. সেলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি বাবুল খান, সফিক দেওয়ান, সেলিমুছ সালাম, ফেরদৌস আলম বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মজুমদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম ও সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  হাজীগঞ্জে ৮ফুট লম্বা গুইসাপটি লালমাই উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়েছে

মোস্তফা কামাল সুমনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল ও সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন ও সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ ও সদস্য সচিব দ্বীন ইসলাম টগর’সহ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা’সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তি মডেল স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শাহরাস্তি পৌর শ্রমিক দলের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
মাতৃভাষা দিবসে বায়তুল ফালাহ ওয়েলফেয়ার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেন
শাহরাস্তিতে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
২১ ফেব্রুয়ারিকে ঘিরে চাঁদপুর শহরে ফুলের জমজমাট ব্যবসা 
হাজীগঞ্জে জগন্নাথপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ

আরও খবর

error: Content is protected !!