কচুয়ার আশ্রাফপুর ইউনিয়নের কৃতি সন্তান বেসরকারি স্যাটেলাইট নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের মালদ্বীপ প্রতিনিধি এমরান তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে কচুয়া বিশ্বরোড রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাভিশন টেলিভিশনের কচুয়া প্রতিনিধি আলমগীর তালুকদারসহ আরো অনেকে।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক,সাংগঠনিক সম্পাদক এম সাইফুল মিজান, কোষাধ্যক্ষ আবু সায়েম মৃধা, নির্বাহী সদস্য শাহাদাত হোসেন মুন্সি, বেসরকারি স্যাটেলাইট এশিয়ান টেলিভিশন ও জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি আহসান হাবীব সুমন, বেসরকারি স্যাটেলাইট এনটিভির ডিজিটাল ফ্ল্যাটফর্ম এর কচুয়া, হাজীগঞ্জ প্রতিনিধি জাবেদ,দৈনিক মানবকণ্ঠৈর প্রতিনিধি ইসমাইল হোসেন বিপ্লব, আইপি টিভি নিউজ টুয়েন্টি ওয়ানের প্রতিনিধি বিল্লাল মাছুম, দৈনিক বাংলাদেশ সময়ের আলোর প্রতিনিধি মাসুদ রানা, অলটাইম টিভির প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ রাব্বিসহ আরো অনেকে ।