হাজীগঞ্জে মরহুম ইকবাল হোসেন আখন্দ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১ মার্চ) বিকালে পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর মাঠে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও মোবাইল আসক্তি থেকে মুক্তি পেতে তরুণ ও যুবকদের নিয়মিত খেলাধূলায় অংশগ্রহণ করতে হবে। এতে শারিরিক সুস্থতার পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখে। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন হলে আমাদের সম্পৃক্ততা থাকবে।
পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির স্বপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য শেষে চ্যাম্পিয়ন দল ভিক্টোরি গোল্ডেন বয়েজ হাজীগঞ্জ (ভিক্টোরি সুপার হিরোজ) ও রানারআপ দল ইউনাইটেড এলিভেন্স আলীগঞ্জ দলের খেলোয়াড় এবং ম্যান অব টুর্নামেন্ট ও ম্যান অব দ্যা সিরিজপ্রাপ্ত খেলোয়াড়দের হাতে ট্রফি, পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন, প্রধান অতিথি ইঞ্জি. মমিনুল হক।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, সহ-সভাপতি এ্যাড. ওমর ফারুক টিটু, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম।
পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোশাররফ হোসেন স্বপন, দীপান্তর রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী মিলন হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সাবেক সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন, সালেহ আহম্মদ রানা, সাইফুল, পলাশ, সবুজ, সাগর, আলমগীর, ফরহাদ, জুয়েল, ফয়সাল, রাজু, রাজা, শিপন, রিফাত, সজিব, শিহাব ও বাবর। এসময় অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।