চাঁদপুরের কচুয়া উপজেলায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আব্দুল মান্নান (৬০ ) নামে এক ইমামকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ৫ম শ্রেণীর ছাত্রীর মা খাদিজা আক্তার বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলা নং- ১/৩৮।
অভিযুক্ত ইমাম চাঁদপুর সদর উপজেলার মান্দারি গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র । আব্দুল মান্নান দীর্ঘদিন যাবৎ কচুয়া উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নের বড়ইগাও শাহাপুর গ্রামের ফাঞ্জাখানা মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন তিনি।
কচুয়া থানার মামলা সূত্রে জানা গেছে শুক্রবার সকাল ১১টার দিকে ওই গ্রামের বেপারী বাড়ির আল-আমিনের ১১ বছর বয়সী কিশোরী কন্যাকে দিয়ে ইমাম আব্দুল মান্নান মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নের কাজ করাচ্ছিল। একপর্যায়ে ইমাম কিশোরীকে ঝাঁপটে ধরে মসজিদের ভিতরে ধর্ষণ চেষ্টা করে। এ সময় কিশোরী কান্নাকাটি শুরু করলে ইমাম সাহেব তাকে ছেড়ে দেয়। শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কচুয়া থানার ওসি আজিজুল ইসলামের নির্দেশক্রমে এসআই দেলোয়ার সঙ্গীয় নিয়ে বড়ইগাও শাহাপুর গ্রামের জামে মসজিদের ঈমাম আব্দুল মান্নানকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন,ধর্ষণের চেষ্টাকারী ইমাম আব্দুল মান্নানকে শনিবার কোর্টে সোপর্দ করার মাধ্যমে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কিশোরীকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরীক্ষা শেষে বাড়িতে নেয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।