হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১২ কেজি গাঁজাসহ মো. সাকিব হোসেন (২৪) নামের এক মাদক কারবারি আটক হয়েছে। শনিবার (১ মার্চ) তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশন দেন।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ৯টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের বদরপুর গ্রাম সংলগ্ন হাজীগঞ্জ-কচুয়া সড়ক এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল।
এসময় বদরপুর বারেক ব্রীজ নামক স্থানে তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দ এবং মো. সাকিব হোসেনর নামের এক মাদক কারবারিকে আটক করেন সেনা ও পুলিশ সদস্যরা। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটককৃত সাকিব হোসেনকে থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃত সাকিবের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, যৌথ বাহিনীর নেতৃত্বে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।