চাঁদপুরের শাহারাস্তিতে পুরুষ শূন্য এক বৃদ্ধ নারীর সম্পত্তি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক স্থাপনা গড়ার অভিযোগ পাওয়া যায়। স্থানীয় সালিশদারদের কাছে সুরাহা না পেয়ে থানা পুলিশের দারস্থ হয়েও কোন প্রতিকার পাচ্ছে না একাকিত্ব ভাবে বেঁচে থাকা বৃদ্ধ নারী খোদেজা খানম (৬০)। প্রহেলা মার্চ শনিবার উপজেলার দেবকরা ভাবনার বাড়ীতে এমন অভিযোগ পাওয়া যায়।
থানার লিখিত সৃত্র অনুযায়ী জানাযায়, ভাবনার বাড়ীর মৃত আনোয়ার হোসেনের স্ত্রী বৃদ্ধ খোদেজা খানমের খরিদকৃত সম্পত্তি একই বাড়ীর মৃত ওজিউল্লাহের ছেলে সুমন ও শাকিল মিলে দখলের চেষ্টা করে আসছে। যে কারনে বৃদ্ধ নারী খোদেজা খানম স্থানীয় সালিশদারদের কাছে অভিযোগ জানায়। সালিসি বৈঠক উপেক্ষা করে প্রতিপক্ষের লোকজন অমিমাংসীত অবস্থায় বসত ঘর নির্মাণের চেষ্টা করে আসছে। শনিবার সকালে বৃদ্ধ নারী খোদেজা খানম বাদী হয়ে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করেন, উক্ত বিবাদীরা আমার ক্রয়কৃত আড়াই শতাংশ ভিটা বাড়ি ২০১৭ সাল থেকে দখল করে আসছে। এরই মধ্যে একাধিক বার স্থানীয় ভাবে বসে কোন সুরাহা পাচ্ছি না। কিন্তু হঠাৎ করে তারা আমার সম্পত্তির উপর জোরপূর্বক বসত ঘর তৈরির চেষ্টা করে। আমি এতে বাঁধা দিলে স্থানীয় এক বিএনপি নেতা আমার স্বামীর ভিটা থেকে দূরে ময়লা ফেলার গর্তে জায়গায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। যে কারনে আমি বাধ্য হয়ে প্রশাসনিক সহযোগিতা পেতে থানায় অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে প্রতিপক্ষ সুমন মিয়া বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশের কথামত কাজ বন্ধ রেখেছি। তবে পরিবারের লোকজন নিয়ে ঘরের বাহিরে রাত হলে ঘুমাতে হচ্ছে। তাই পুরাতন ঘর সংস্কার করতেছি।
শাহরাস্তি থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, বৃদ্ধ নারীর অভিযোগের ভিত্তিতে প্রতিপক্ষ লোকজনকে বৈঠকে বসার আহবান জানানো হয়েছে। আশাকরি বসে বিষয়টি সমাধানের লক্ষ্যে কাজ করবো।