Header Border

ঢাকা, সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
হাজীগঞ্জে ৪’শ কেজি পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ফরিদগঞ্জে সংবাদকর্মী লাঞ্ছিত ॥  চিহ্নিতদের আইনের আওয়াত নেয়ার দাবীতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ মতলব উত্তরে লেবুর হালি ১২০ টাকা ফরিদগঞ্জে থানা পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে গাঁজা- ফেনসিডিল- ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বর্তমানে দেশে কোন আইন নেই ইউপি সদস্য মানিক মিয়া হাজীগঞ্জে বাজার মূল্যের অর্ধেক দামে ইফতার সামগ্রী বিক্রয় করছে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠন গাজীপুরের সিভিল সার্জন হলেন হাজীগঞ্জের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম ফরিদগঞ্জ ওলামালীগের সভাপতিকে মাদ্রাসার গভর্নিংবডির সদস্য হিসেবে মনোনীত করায় জনমনে ক্ষোভ  হাজীগঞ্জে সাবেক মেয়র বাচ্চুর বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ হাজীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত 

হাজীগঞ্জে বেড়া দিয়ে রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে গ্রামের হাজারো মানুষ

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের কোন্দ্রা গ্রামে শত বছরের পুরোনো একটি গ্রামীণ রাস্তা হঠাৎ করেই বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন গ্রামের হাজারো মানুষ। স্থানীয় প্রভাবশালী কয়েকজন নিজেদের মালিকানা দাবি করে রাস্তার সংযোগস্থলে বাঁশের বেড়া বসিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে অন্তত ২০০টি পরিবারের কয়েক হাজার মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, “আমরা এই রাস্তা দিয়ে শত বছর ধরে চলাচল করছি। কিন্তু শুক্রবার সকালে হঠাৎ দেখি রাস্তার মালিকানা দাবি করা প্রভাবশালী বেপারী বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে সাদ্দাম হোসেন এবং শাহাবুদ্দিনের ছেলে ইউসুফ কোন্দ্রা দর্জি বাড়ির কালভার্ট থেকে নামার সংযোগ সড়কে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে আমরা চরম বিপাকে পড়েছি। জরুরি কাজে বের হতেও আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। তারা আমাদের কোনো কথাই শুনছে না।”

রাস্তা বন্ধের কারণে শুধু বাসিন্দারাই নয়, কৃষিকাজের জন্য মাঠে যাওয়া কৃষকরাও বিপাকে পড়েছেন। বিকল্প রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে, যা সময় ও কষ্টের বাড়তি চাপ সৃষ্টি করছে।

গ্রামের আরেক বাসিন্দা রাশেদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি আমাদের পূর্বপুরুষের চলাচলের রাস্তা। হঠাৎ করে কিভাবে কেউ এসে এটি দখল করে নিতে পারে? প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।”

রাস্তা দখলকারী সাদ্দাম হোসেন বলেন, “এই জায়গাটি আমাদের জমির মধ্যে পড়েছে। এতদিন আমরা মানবিক কারণে রাস্তা হিসেবে ব্যবহার করতে দিয়েছি, কিন্তু এখন থেকে আর দেব না। তাই আমরা আমাদের জমি ঘেরাও করে নিয়েছি।”

এ প্রসঙ্গে ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং এটি খুবই দুঃখজনক। ইতোমধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানিয়েছি।”

আরো পড়ুন  মতলব উত্তরে আমড়াগাছে নববিবাহিত যুবকের ঝুলন্ত লাশ - Rknews71

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ জানান, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ অবৈধভাবে জনগণের চলাচল ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে ৪’শ কেজি পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা
ফরিদগঞ্জে সংবাদকর্মী লাঞ্ছিত ॥  চিহ্নিতদের আইনের আওয়াত নেয়ার দাবীতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ
মতলব উত্তরে লেবুর হালি ১২০ টাকা
ফরিদগঞ্জে থানা পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে গাঁজা- ফেনসিডিল- ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বর্তমানে দেশে কোন আইন নেই ইউপি সদস্য মানিক মিয়া
হাজীগঞ্জে বাজার মূল্যের অর্ধেক দামে ইফতার সামগ্রী বিক্রয় করছে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠন

আরও খবর

error: Content is protected !!