‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে রোববার (২ মার্চ) অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
এদিন বেলা ১১টার দিকে র্যালিটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা চয়ন চন্দ্র সরকারের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপস্থিত ভোটারদের মধ্যে স্থানীয় মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় অন্যান্য সরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।