চাঁদপুরের কচুয়ায় মাহে রমজান উপলক্ষে জগতপুর একতা বন্ধন যুব সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে গরু গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও খাদ্য সামগ্রী বিতরণ করেন কচুয়া উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী ।
এসময় একতা বন্ধন যুব সমাজকল্যাণ সংগঠন পক্ষ হতে বিভিন্ন এলাকার প্রায় দেড়শতাধিক অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১ কেজি গরু গোস্ত,১ কেজি আতব চাল,১ কেজি তৈল,১ কেজি পেঁয়াজ ও ২ কেজি আলু ও গোস্ত রান্না করার প্রয়োজনী মসলাসহ বিতরণ করা হয়।
একতা বন্ধন যুব সমাজকল্যাণ সংগঠনের
সভাপতি আল হাসান নাহিদের সভাপতিত্বে ও শিক্ষাথী তাইফ ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি, সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নজির আহমেদ, জগতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ছাদেক আলী,সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষ, ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন ইমাম,সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম, আতিকুল হক বাচ্চু, সাধারণ সম্পাদক মাহবুব আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক রিফাত ইসলাম হৃদয়সহ আরো অনেকে।
এসময় অতিথিগন তাদের বক্তব্যে বলেন,একতা বন্ধন যুব সমাজকল্যাণ সংগঠনের এ ব্যতিক্রমী ধরনের উদ্যোগ নিয়েছে,অসহায় মানুষ যারা এ মাহে রমজান মাসে গরু গোস্ত কিনে খেতে পারে না, তাদের জন্য গরু গোস্তসহ বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী বিতরণ করেছে তা দেখে আমরা আশা করছি আগামী প্রজন্মের সকলে এই সংগঠনকে অনুকরণ করে এদেশকে এগিয়ে নিয়ে যাবে।
এসময় সংগঠনের উপদেষ্টা, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।