ভিটামিন ‘এ’ খাওয়ান-শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৫ই মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ এ উদ্বোধক ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুলতানা রাজিয়া
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,
ভিটামিন ‘এ’ শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও শিশুর মৃত্যু ঝুঁকি কমায়। আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে সারাদেশে পালিত হয় ভিটামিন এ প্লাস ই ক্যাপসুলটি ৬-১১ মাস ও ১২-৫৯ মাস শিশুদের খাওয়ানো খুবই জরুরি। এ ক্যাম্পেইনে। ফরিদগঞ্জে কোন শিশু যেন এ কার্যক্রম থেকে বাদ না পড়ে তাই এ সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,
এ সময় উপজেলা স্বাস্থ্য সাথে ছিলেন ডা পারভেজ হোসেন এমওডিসি, নুরুল আমিন ইপিআই টেকনিশিয়ান, মোবাশ্বেরা বেগম সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং ফাহাদ হোসেন স্বাস্থ্য সহকারী ,সহ পরিবার কল্যাণ পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, স্বেচ্ছাসেবকবৃন্দ ও ওয়ার্ডে বয়,নার্স ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফরিদগঞ্জে দিনব্যাপী চলবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলমান থাকবে। পুরো উপজেলায় মোট ৩৮৫টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। হাসপাতাল সূত্রে জানাযায়, এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬,৪৩০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৫১,৭১৮ জন। গত রাউন্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হার শতভাগ। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হার ৯৯ পার্সেন্ট।