মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক কামরুল হাসান। সোমবার দুপুরে তিনি ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবসহ পরিষদে আসা সেবা গ্রহিতাদের সাথে কথা বলেন।
এ সময় সেবা প্রদান ও সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এর আগে জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান মানিক উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।