নিজস্ব প্রতিনিধিঃ
হাজীগঞ্জ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, জলাবদ্ধতা নিরসনে হাজীগঞ্জ বাজারের খাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে উপস্থিত বিভিন্ন জনের বক্তব্যের জবাব দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, পৌর মেয়রর আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবু তাহের।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন প্রকৌ. মো. জাকির হোসাইনের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ, মুক্তিযোদ্ধা তকদিল হোসেন, উপজেলা সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, মানিক হোসেন প্রধানীয়া, সংবাদকর্মী মো. হাবিবুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, পাপ্পু মাহমুদ, গাজী মহিন উদ্দিন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক সুজন দাস প্রমুখ।