নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার ওয়ারুক বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি আনোয়ার হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজারপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. ফুল মিয়ার ছেলে। এদিন দুপুরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহরাস্তি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ওয়ারুক বাজারের পূর্ব পার্শ্বে মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টার এর সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ।
এ সময় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামিমা আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক কারবারি আনোয়ার হোসেনকে ৪ কেজি গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।