মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
অনলাইন নিউজ পোর্টাল “আরকে নিউজ ৭১” এ সংবাদ প্রকাশের পর “হাজীগঞ্জ সেতু” থেকে নিরাপদ দুরত্মে তিনটি বালু মহাল সরানোর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।
এ সময় তিনি বালু মহাল সংশ্লিষ্টদের নগদ ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। বালু মহালগুলো হল, হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর উপর হাজীগঞ্জ সেতু সংলগ্ন ট্রেডার্স, তাহের ট্রেডার্স ও এমদাদ মজুমদার ট্রেডার্স।
বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় পৌরসভা প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী ও কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সড়ক বিভাগের কর্মকর্তা, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি এবং বালু মহাল সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ জুলাই “বালু মহাল গিলে খাচ্ছে ডাকাতিয়া নদী, হুমকির মুখে হাজীগঞ্জ-রামগঞ্জ সেতু” শিরোনামে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আরকেনিউজ ৭১ এ একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি নগদ ৫০ হাজার টাকা করে তিন বালু মহালকে মোট দেড় লাখ টাকা জরিমানা এবং আগামি ৩০ জুলাইয়ে মধ্যে হাজীগঞ্জ সেতু” থেকে নিরাপদ দুরত্মে তিনটি বালু মহাল সরানোর নির্দেশ দিয়েছেন।