চাঁদপুরের কচুয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে
উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ওমর ফারুক নামে একজন নিহত ও ৩ জন
আহত হয়। সোমবার সকাল ৭ টায় কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া
নামক স্থানে ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের বাসের সাথে বিপরীত
দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে
সিএনজির যাত্রী উপজেলার উত্তর পালাখাল গ্রামের কাদের মাহমুদ
প্রধানীয়া বাড়ির মোঃ হাবিব উল্যার ছেলে ছাত্রদল নেতা ওমর ফারুক (৩২)
ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও বিএনপির
নেতাকর্মীরা সড়ক অবরোধ করে আল আরাফাহ ৩টি বাস ভাংচুর করে। খরব
পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে।
আহতরা হলেন, উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামের আবু
তাহের (৬০),একই গ্রামের জীবন খান (৫০),কলাকোপা গ্রামের নবীর
(৩০)কে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তার জেঠাত ভাই শরীফ জানান, মামলার হাজিরা দেওয়ার জন্য বাড়ি
থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সিএনজি যোগে যাওয়ার পথে ঘাগড়া নামক
স্থানে আল আরাফাহ বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে ওমর ফারুক নিহত
হন। তারা ৪ ভাই ২ বোনের মধ্যে সে সবার বড়। তার ৭ বছরের ২টি জমজ
পুত্র সন্তান রয়েছে। সোমবার বাদ আসর পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে
জানাযা শেষে তার পারিবারিক কবরস্থনে দাফন করা হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, আল-আরাফাহ বাসটি জব্দ করা
হয়েছে,এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।