খন্দকার আরিফ :
শাহরাস্তিতে অসুস্থ দুই সিএনজি চালকের পাশে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি ১৮৭৮ এর নেতৃবৃন্দ। সংগঠনটির নেতারা অসুস্থ চালকের পরিবারের লোকদের নিকট নগদ অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন।
জানা যায়, সংগঠনটির সভাপতি মো. আবুল হোসেন মজুমদার দায়িত্ব পাওয়ার পর থেকেই সিএনজি মালিক ও চালকদের পাশে থেকে বিভিন্ন সময়ে নগদ অর্থসহ তাদের পাশে রয়েছেন। তারই ধারাবাহিকতা গত বৃহস্পতিবার (২৮ জুলাই) কচুয়া উপজেলার চক্রা গ্রামের ভিরাগী বাড়ির জহির ও একই উপজেলার সানন্দকড়া গ্রামের মিসলিম মিয়ার ছেলে মো. কামাল হোসেনের পরিবারের লোকদের হাতে দুটি চেক প্রদান করেন। বর্তমানে দুই অসুস্থ সিএনজি চালক জহির ও কামাল চিকিৎসাধীন আছেন।
চেক বিতরণকালে জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম সুমন ও শ্রমিক সংগঠনের ২৫০৩ এর সভাপতি মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।