জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রাণকেন্দ্র পাটোয়ারী বাজার ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।হাট-বাজার ব্যবস্থাপনা আইন ২০১৮ এর বিধান মোতাবেক গত ১/১১/২২ খ্রিস্টাব্দে ইউপি চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদের স্বাক্ষরিত ২২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এস এম মেজর এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর হোসেন ঢালীকে সভাপতি ও মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ মানিক হোসেনকে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে এমন আর কে ট্রেডাস এর স্বত্বাধিকারী মিজানুর রহমান খানকে সিনিয়র সহ-সভাপতি নাহার ফার্মেসীর স্বত্বাধিকারী ডঃ মোস্তফা কামাল এনি শপিং সেন্টারের স্বত্বাধিকারী এম শাকিব চৌধুরী কৃষি বিতানের স্বত্বাধিকারী মোঃ বাহাউদ্দিন চৌধুরী রংধন ফার্নিচারের স্বত্বাঅধিকারী মোঃ মানিক খান কে সহ সভাপতি করা হয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ রহম উল্লাহ তাহমিনা শাড়ি ঘরের স্বত্বাধিকারী মোঃ রহমাতুল্লাহ তালুকদার ।নিউ ওয়ান স্টারের পরিচালক মোঃ খালেদ খান কে সাংগঠনিক সম্পাদক ও তুবা এন্টারপ্রাইজের পরিচালক মোঃ সাইফুল ইসলাম সুমনকে সহ -সাংগঠনিক সম্পাদক ও জামাল ভ্যারাইটি স্টোরের পরিচালক মোঃ জামাল হোসেনকে কোষাধক্ষ্য সিহাব ইলেকট্রনিক এর পরিচালক মোঃ এনায়েতুল্লাহকে দপ্তর সম্পাদক ও আল মদিনা এন্টারপ্রাইজের পরিচালক সাদ্দাম হোসেন সরদার কে প্রচার সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ আবিদ মিয়া মোঃ আনোয়ার হোসেন, আলাউদ্দিন বেপারী ,মোঃ মাসুম বিল্লাহ, মোঃ হারুনুর রশিদ,হারেছ সরদার ,মঞ্জিল হোসেন, মাইনুদ্দিন মজুমদার।
রবিবার (১৩ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় নবগঠিত বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান মোঃ হারুন রশিদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সময় নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ।ওই সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোহাম্মদ নাজমুল হোসাইন সাহিন ইউপি সদস্য সিরাজুল ইসলাম ভূঁইয়া মোঃ জাহাঙ্গীর হোসেন সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু ডাক্তার রফিক চৌধুরী।
উল্লেখ্য পাটোয়ারী বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি হাজী মুহাম্মদ মহসিন তবদার একমাস পূর্বে স্বেচ্ছায় তার সভাপতির পদ থেকে অব্যাহতি নিলে ব্যবসায়ীদের সুবিধার্থে চেয়ারম্যান হারুনুর রশিদ নতুন কমিটির অনুমোদন দেন।