মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত হয়েছে। ‘প্রগতিশীল প্রযুক্তি,
অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে
উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা
পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি প্রোগ্রামার
প্রকৌশলী মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা
পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।