শাখাওয়াত হোসেন শামীম,,
হাজীগঞ্জে রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের পাঠ্যপুস্তক দিবস (বই উৎসব) পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
পৌর ১১ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইংরেজি নববর্ষের প্রথমদিন রোববার (০১ জানুয়ারি) আনন্দঘন পরিবেশে নতুন পাঠ্যপুস্তক বিতরন উৎসব পালন করা হয়।
এদিন অত্র বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার।
শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,অভিভাবকবৃ ন্দ এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার।
অনুষ্ঠান সঞ্চালন করেন,সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজামাল।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জসিম উদ্দিন,আবু তাহের মিয়া,আলেয়া ফেরদৌস,অর্চনা রানি চৌধুরী,ফজলুল রহমান,মনির হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে সহকারী শিক্ষক মোঃমিজানুর রহমান,শাহাজান মোল্লা, বোরহান উদ্দিন,সাথী রানি,ফজলুল হকসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ।