Header Border

ঢাকা, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
জানালার গ্রীল কেঁটে গভীর রাতে কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি চাঁদপুর সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা  ফরিদগঞ্জে তারেক রহমানের পক্ষে প্রবাসী খলিলুর রহমান শেখের শীত বস্ত্র বিতরণ জিয়াউর রহমানের আদর্শ মেনে দলের প্রতিটি নেতাকর্মীকে চলতে হবে– বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো: হারুনুর রশিদ হাজীগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেটে চ্যাম্পিয়ন হাটিলা পূর্ব ও ভলিবলে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন মতলব উত্তরে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ কচুয়ায় ধর্ষণের অভিযোগ এক কিশোর শ্রীঘরে কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ শুরু হাজীগঞ্জে আইডিয়াল ক্লাব ও পাঠাগারের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

জেলা পর্যায়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের ফুটবলে ‘হাজীগঞ্জ’ উপজেলা চ্যাম্পিয়ন

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||

চাঁদপুরে জেলা পর্যায়ে অনুষ্ঠিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর (অনুর্ধ্ব ১৭) ফুটবল খেলায় ‘মতলব উত্তর’ উপজেলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘হাজীগঞ্জ’ উপজেলা। মঙ্গলবার (৩ জানুয়ারী) চাঁদপুর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চাঁদপুরের প্রতিনিধি হিসাবে ‘হাজীগঞ্জ’ উপজেলা প্রতিনিধিত্ব করবে।

এর আগে সোমবার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় ‘মতলব দক্ষিণ’ উপজেলাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন এবং মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় মতলব উত্তর উপজেলাকে হারিয়ে হাজীগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অন্য কোন এক জেলার সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে হাজীগঞ্জ উপজেলা।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ১৯৮৫ সালের পর জেলা পর্যায়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এই প্রথম হাজীগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
তিনি বলেন, জেলার প্রতিনিধি হিসাবে আগামি দিনে হাজীগঞ্জ উপজেলা বিভাগীয় পর্যায়ে অন্য কোন এক জেলার সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে। আশাকরি আমরা সেই খেলায়ও ভালো কিছু করতে পারবো, ইনশআল্লাহ। সেজন্য হাজীগঞ্জ উপজেলাবাসীসহ জেলার সর্বস্তরের জনসাধারণের দোয়া কামনা করেন তিনি।
জানা গেছে, ‘বুকে হাত রেখে, বিজয়ের বেশে. ছুঁয়ে দেব আসমান’ স্লোগান নিয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) আয়োজনে দেশব্যাপি শুরু হয়েছে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’। গত সোমবার (২ জানুয়ারী) উপজেলা পর্যায়ের খেলা দিয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই ক্রীড়া আসরের দ্বিতীয় আসর শুরু হয় এবং আগামি ১০ জানুয়ারি পর্যন্ত আন্তঃউপজেলা পর্যায়ের এই খেলা চলবে।
প্রথম দিনে দেশের ১১ জেলায় এই গেমসের উদ্বোধন হয়েছে। জেলাগুলো হচ্ছে- জয়পুরহাট, চাঁদপুর, নরসিংদী নীলফামারী, ময়মনসিংহ, কুড়িগ্রাম, রাঙামাটি, বরগুনা, লীপুর নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় শুরু হয়েছে খেলা। তবে আজ ৪ জানুয়ারি চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করবেন শিা মন্ত্রী ডা: দীপু মনি এমপি।
মঙ্গলবার (৩ জানুয়ারী) গেমসের দ্বিতীয় দিন ঠাকুরগাঁও, নীলফামারী, নরসিংদী, নোয়াখালী, কক্সবাজার, রাঙামাটি, লীপুর ও বগুড়াসহ আরো ৮ জেলায় শুরু হয়েছে এ খেলা। উপজেলার খেলা শেষে জেলা পর্যায়ে খেলা হবে ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত পর্বের খেলা হবে ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত এবং ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের নামে নামকরণ হয়েছে এবারের যুব গেমসের। এই গেমসের প্রথম আসর বসেছিল ২০১৮ সালে। তখন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ঘোষণা দিয়েছিল যে, প্রতি দুই বছর অন্তর একবার বাংলাদেশ গেমস ও একবার বাংলাদেশ যুব গেমস আয়োজন করা হবে। সে হিসেবে বাংলাদেশ যুব গেমস দ্বিতীয় আসর বসার কথা ছিল ২০২২ সালে। তবে প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দেশের দু’টি বড় গেমসেরই শিডিউল ঠিক রাখা সম্ভব হয়নি। তাই গত বছরের পরিবর্তে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয় আসর বসেছে নতুন বছরে দ্বিতীয় দিন।

আরো পড়ুন  শাহরাস্তিতে উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জানালার গ্রীল কেঁটে গভীর রাতে কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি
চাঁদপুর সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা 
ফরিদগঞ্জে তারেক রহমানের পক্ষে প্রবাসী খলিলুর রহমান শেখের শীত বস্ত্র বিতরণ
জিয়াউর রহমানের আদর্শ মেনে দলের প্রতিটি নেতাকর্মীকে চলতে হবে– বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো: হারুনুর রশিদ
হাজীগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেটে চ্যাম্পিয়ন হাটিলা পূর্ব ও ভলিবলে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন
মতলব উত্তরে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ

আরও খবর

error: Content is protected !!