শাখাওয়াত হোসেন শামীম,,
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্তর নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত
হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’- এই আদর্শিক প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বিশাল
আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার কিউসি টাওয়ারের সামনে থেকে আনন্দ
র্যালি বের হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে শেখ সিটি মার্কেটের সামনে এসে শেষ হয়।
এসময় হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্ত বলেন,বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। প্রতিষ্ঠার শুরুতে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান ছাত্রলীগ’। দেশ স্বাধীন হওয়ার পর এটি ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে কার্যক্রম শুরু করে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এ
সংগঠনটির দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে।
৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ ছাত্রলীগ।
আনন্দ র্যালি হাজীগঞ্জের বিভি ন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।