মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের (ওসি) পুরস্কার পেলেন, হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ। রোববার (১৫ জানুয়ারী) দুপুরে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদের কাছ থেকে তিনি সম্মামনা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।
জানা গেছে, গত ডিসেম্বর-২০২২ইং মাসের সেবা প্রদানে জেলার ৮টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মোহাম্মদ জোবাইর সৈয়দ এই সম্মাননা পুরস্কার গ্রহন করেন। এইদিন দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ স়ভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে হাজীগঞ্জ থানার মো. নজরুল ইসলাম, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) মো. মেজবাহুল আলম চৌধুরী এবং শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ রেজাউল করিম সম্মামনা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফদিরগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত অক্টোবর-২০২২ইং মাসের জেলার শ্রেষ্ঠত্বের সকল পুরস্কার লাভ করেন হাজীগঞ্জ থানার কর্মকর্তারা।