আহসান হাবীব সুমন :
শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে তৃতীয় তম কচুয়ায় চাঁদপুর জেলা ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কচুয়া পৌরসভার বালিয়াতলি হাজী আবদুল জলিল হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার মাঠে ব্যাপক আয়োজনে দিনব্যাপী অনূর্ধ ১৫ বছর বয়সী হাফেজের মধ্যে কুরআন প্রতিযোগিতা, শিক্ষক ও ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
হিফজুল কুরআন প্রতিযোগিতা চাঁদপুর জেলা ব্যাপী প্রায় ৫০ টি বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার তিন শতাধিক হাফেজ এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
জেলা ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান স্বর্ণপদক অর্জন করেন হাজিগঞ্জ আর ইহছান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ সোহান, দ্বিতীয় স্থান রৌপ্য পদক অর্জন করেন একই মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ যাবের হোসেন ও তৃতীয় স্থান রৌপ্য পদক অর্জন করেন কচুয়া উপজেলার আকিয়ারা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ ইয়াসিন । এছাড়া আরো ২০ জন হাফেজকে শান্তনামূলক পুরস্কার ক্রেস্ট উপহার হিসেবে দেওয়া হয়।
জেলা ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কুরআন উস্তাযুল হুফফাজ শায়খ আব্দুল হক,মারকাজুত মাহফিল ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ আন নাছিরী।
হাজী আবদুল জলিল হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী আবদুল জলিল সাহেবের সভাপতিত্বে ও মাদ্রাসার হাফেজ কারী শরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমাদিয়া ইসলামিয়া কচুয়া মাদ্রাসার মুহতামিম পীরের কামেল মাওলানা আবু হানিফা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নিশ্চন্তপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা নুরুজ্জামান, শায়খ আব্দুল হক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ হুজাইফা বিন আব্দুল হক, হাজী আবদুল জলিল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শরীফুল ইসলাম মিঠু, মাদ্রাসার সেক্রেটারি হাজী মোঃ ইকবাল হোসেন, প্রচার সম্পাদক হাজী নোমান, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম প্রমুখ।