মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের (এডহক কমিটি) সভাপতি হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) মো. রাশেদুল ইসলাম। সোমবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান, প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মজুমদার।
এ সময় সহকারী প্রধান শিক্ষক মো. শাহজামাল, সহকারী শিক্ষক মো. ফজলুর রহমান, অর্চনা রানী চৌধুরী ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের লক্ষে ভোটার তালিকা প্রণয়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা।