কবির আহমেদ,
ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজীগঞ্জ উপজেলাধীন প্যারাপুর উচ্চ বিদ্যালয়ে মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয়ের শহীদ মিনার পরিস্কার-পরিচ্চন্ন, আঙ্গিনা বর্ণিল সাজে সজ্জিত করা হয়।বিশেষ করে বাংলা বর্ণমালা কাগজে লেখে তা সাজিয়ে দেয়ালে শিক্ষার্থীরা আল্পপনা অংকন ও প্রদর্শন করে, মঙ্গলবার(২১ ফেব্রুয়ারী) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিদ্যালয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান প্রধান শিক্ষক সহ শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীবৃন্ দ।জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,প্রভাতফেরী,একুশের চেতনার তাৎপর্য ও নিয়ে আলোচনা,শহীদদের মাগফেরাত কামনা এবং বাংলাদেশ সহ বিশ্বশান্তি কামনায় মিলাদ,দোয়া ও বিশেষ মোনাজাত, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা,কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন এবং দেয়ালিকা সহ শিক্ষণীয় কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন।
বক্তব্য রাখেন,আজীবন দাতা সদস্য মোঃ মোস্তফা তপাদার, আজীবন দাতা সদস্য মোঃ মিজানুর রহমান,সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
সঞ্চালন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাঈনুদ্দিন মিয়াজী।
উপস্থিত ছিলেন,সিনিয়র শিক্ষক ও সহকারী সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য,
ভাবগাম্ভীর্যে হাজীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার(২১ ফেব্রুয়ারী) দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে হাজীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি জানান, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, পৌরসভা,থানা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বায়ত্তশাসিত সংগঠনসমূহ ।