হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে সোমবার (১৩ জানুয়ারী) বিকালে রিপোর্টার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় সভায় চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কারপ্রাপ্ত হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও সদস্য মনিরুজ্জামান বাবলুকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় বিগত রেজুলেশন পাঠ ও অনুমোদন, নতুন সদস্য অন্তর্ভূক্তকরণ, বার্ষিক বনভোজন, হাজীগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তি ও স্থাপনা নির্মাণ, সভায় অনুপস্থিত সদস্যদের বিষয়ে আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তব্য শেষে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী ও গীতা থেকে পাঠ করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।
সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন হীরা ও পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, প্রচার সম্পাদক আলমগীর কবির, কার্যকরি সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, সাইফুল ইসলাম, মেহেদী হাসান সর্দার, এনায়েত মজুমদার ও সাইফুল ইসলাম সিফাত।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য এস.এম মিরাজ মুন্সীসহ অন্যান সদস্য ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।