চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে বিল্লাল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারির কাছ থেকে ৫০০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮ ঘটিকার সময় মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অলিপুর বাজার সংলগ্ন আসামি বিল্লাল হোসেনের টিনসেড সেমিপাকা বসত ঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. বিল্লাল হোসেন উপজেলার অলীপুর গ্রামের মো. মৃত নুরুল হকের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার এসআই মো. জাফর আহমেদ, এএসআই মো. রবিউল সংগীয় অফিসার ও ফোর্সসহ বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দূর্গাপুর ইউনিয়নে অলিপুর বাজার সংলগ্ন আসামি বিল্লাল হোসেনের টিনসেড সেমিপাকা বসত ঘরের সামনে থেকে সামনে তাকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি বিল্লাল হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।