মনিরুল ইসলাম মনির:
উৎসবমুখর পরিবেশে প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৯ জন চেয়ারম্যান প্রার্থী। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দকে কেন্দ্রকরে পুরো উপজেলা কমপ্লেক্স চত্ত¡র প্রার্থী এবং তাঁদের অনুসারীদের পদচারণে মুখর হয়ে ওঠে। কাঙ্খিত প্রতীক পেয়ে প্রার্থীরা শ্লোগান দিতে দিতে ফেরেন বাড়ি।
দুপুর সাড়ে ১২টায় মোহনপুর ইউপির উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বর সিদ্দিক চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ দেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল হাই প্রধানের হাতে দলীয় নির্ধারিত প্রতীক নৌকা তুলে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এরপর স্বতন্দ্র প্রার্থী আবুল কাশেম মাস্টারকে আনারস, কাজী মিজানুর রহমানকে অটোরিকশা, এডভোকেট সেলিম মিয়াকে ঘোড়া, হাবিবুর রহমান তপাদারকে মোটর সাইকেল, বদিউল আলমকে চশমা, আবু হানিফ অভি’কে ঢোল, শরীফ মাহমুদ সায়েমকে টেলিফোন, ফয়সাল আহমেদকে টেবিল ফ্যান প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রার্থীদের সমর্থক, অনুসারী ও ভোটাররা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ কাজী আবু বকর সিদ্দিক বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১৬ মার্চ মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে শান্তিপ‚র্ণভাবে ও সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।