কচুয়ায় অটোরিক্সা চালককে রাস্তা থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
উঠেছে। গতকাল রবিবার রাতে উপজেলার ডুমুরিয়া গ্রামে এ মারধরের ঘটনা
ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার কড়ইয়া ইউনিয়নের পূর্ব কালচোঁ
গ্রামের আলী আহম্মেদের ছেলে অটোচালক সুজন (২৩) রাত ৯টার সময়
দরবেশগঞ্জ বাজার থেকে তার গ্রামের যাওয়ার পথে পশ্চিম ডুমুরিয়া ব্রিজের
সামনে আসলে গাড়ী প্রতিরোধ করে ডুমুড়িয়া গ্রামের কালু মিয়ার ছেলে
মো. সিয়াম (১৮), শাহজাহানের ছেলে রামিম (২০) সহ একদল কিশোর গ্যাং দলবদ্ধ
হয়ে অটো চালক সুজনকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্জনস্থানে এলোপাথারি
পিটিয়ে রক্তাক্ত জখম করে সঙ্গাহীন অবস্থায় পেলে রেখে চলে যায়।
স্থানীয় লোকজন সুজনকে মুমর্ষ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পরবর্তীতে তাকে উন্নত
চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরেন করেন। বর্তমানে
সুজনের অবস্থা আশষ্কাজনক রয়েছে। পরে স্থানীয় লোকজন ঘটনাটি কচুয়া
থানার পুলিশ সংবাদ দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সিয়ামকে আটক করে থানায়
নিয়ে আসে।
নাম প্রকাশ করা না শর্তে কয়েকজন জানান, সন্ধ্যার পর থেকে সিয়ামের
নেতৃত্বে এই কিশোর গ্যাংদের ভয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না
সাধরাণ লোকজন। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে ও আসে না। স্কুল পড়–য়া
শিক্ষার্থীরা ও প্রতিনিয়ত ইভটিজিংয়ের শিকার হচ্ছে।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম
খলিল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সিয়ামকে আটক করি। পরে
আটককৃত সিয়ামকে উভয় পক্ষের সম্মতিতে মিমাংসার লক্ষে স্থানীয় গ্রাম
পুলিশের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।