কবির আহমেদ:
চাদঁপুরের হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রোববার (২৬ মার্চ) সকালে অত্র কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ‘৭১’এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির চক্রবর্তী এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে কবিতা আবৃতি সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সভাপতিত্ব করেন,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির চক্রবর্তী।
সঞ্চালন করেন সহকারী অধ্যাপক মাসুমা আক্তার।
বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান,সহকারী অধ্যাপক এসএম লিয়াকত হোসেন ও প্রভাষক তাজুল ইসলাম।
কোরআন তেলাওয়াত এবং সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ,দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে গীতা পাঠ করেন,দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী স্মৃতি।
এসময় উপস্থিত ছিলেন,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।