মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে আলোর ঠিকানা সামাজিক সংগঠনের উদ্যোগে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোববার সূয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোর ঠিকানা সংগঠনের আয়োজনে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন মিরন। গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোর ঠিকানা সংগঠনের সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন। সাধারণ সম্পাদক আরমান হোসেন সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ কবির হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপন নাথ চক্রবর্তী, সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আলো ঠিকানা সংগঠনের সকল সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের বক্তারা বলেন এই আলোর ঠিকানা সামাজিক সংগঠন ব্যাপক ভূমিকা পালন করছেন। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান ভবিষ্যতে তারা আরো আরো সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক সূত্রে জানা যায় প্রতিবছরের ন্যায় ৭ম বারেরমত এবারও ১শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য শিক্ষা উপকরণ বিতরণ করেন। সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করে যাচ্ছে। মহামারি করোনা কালীন সময়ে অল্প আয় ও হতদরিদ্রদের পরিবারকে সহযোগিতা করে আসছিলেন। এলাকার বিভিন্ন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রতিনিয়তই শিক্ষা উপকরণ বিতরণ করছেন।
এছাড়াও সংগঠনের উদ্যোগে সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সজল মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সাখাওয়াত হোসেন, ফারভেজ, সিনিয়র সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, শান্ত সোহাগ প্রমুখ।