জসিম উদ্দিন:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাশীয়ালী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রাঙ্গনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অতিথ হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ জাহাঙ্গীর ঢালি , বিদ্যুৎসাহী সদস্য ডাক্তার মোস্তফা কামাল,,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন , বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন ভেন্ডার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কাশেম পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জসিম উদ্দীন মিয়াজী প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- শিক্ষক শিক্ষিকা-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন এসএসসি পরীক্ষার্থী সাদিয়া আক্তার ও বিদায়বাণী পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী ফারিয়া আক্তার।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন-পীরজাদা হাফেজ মাওলানা মোঃ অলি আহমেদ সাহেব।