মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ ২ নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ মে) বিকেল ৩টার সময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিনের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. সানোয়ারের এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মো. আবুল কালাম আজাদ, এসআই সুজিত চন্দ্র দে, এএসআই ওয়াসীম মিয়া, এএসআই মো. আতিকুর রহমান মিয়াজী ও সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগীতায় মতলব উত্তর থানাধীন ষাটনল ইউনিয়নের ০৯নং ওয়ার্ড কালিপুর বাজার গাউছিয়া ট্রের্ডাস এর সামনে পাকা রাস্তার উপর থেকে ঢাকা জেলার শাহজানপুর থানার পানির ট্যাংকি রেলওয়ের কলোনী কামালের বাসার ভাড়াটিয়া মনির হোসেন স্ত্রী নার্গিছ আক্তার (৫৫) এবং রনির স্ত্রী শিরিন আক্তার (৩০) কে ১০(দশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, ধৃত আসামীদের হেফাজত হইতে ১০(দশ) কেজি গাঁজা জব্দ করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।