মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে পরিবার ভিত্তিক ঋণ কর্মসূচীর আওতায় ৪০ জনের মাঝে জন ৪ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার (১০ মে) জনপ্রতি ১২ হাজার টাকা করে ঋণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মেদের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ দিন বিকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের ৪০ জন পরিবারের সদস্যদের হাতে জনপ্রতি ১২ হাজার টাকা করে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।