চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা
প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকারকে বিজয়ী করতে প্রত্যয় ব্যক্ত করেছেন
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি ব্যবসায়ী ও শিল্পপতিরাও চাইছেন
নৌকা প্রতীকে বিজয়।
রবিবার (২ জুলাই) বিকালে ৭নং ওয়ার্ডের পাঁচগাছিয়া মাদ্রাসা মাঠে এক উঠান বৈঠক
অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মাজাকাত হারুন মানিক এর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব
উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
যুবনেতা সোহেল রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, উপজেলা আওয়ামী
লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক
আইয়ুব আলী গাজী, নৌকা প্রতীক মেয়র প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকার, আওয়ামী লীগ
নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম, আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ সিদ্দিকী কাজল, উপজেলা
যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, সাবেক ছাত্রনেতা আল মাহমুদ টিটু
মোল্লা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, সাবেক
ছাত্রনেতা জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, ব্যাংকার
জাকির খান, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব আলম বাবু, কাউন্সিলর প্রার্থী মোঃ লিয়াকত আলী,
এনামুল হক ইমতিয়াজ, আলাউদ্দিন চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, সাধারণ
সম্পাদক নুরুজ্জামান খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া,
জসিম সরকার, শাহআলম প্রধান প্রমুখ।
বক্তারা বলেন, নৌকা মানেই মুক্তিযুদ্ধ, নৌকা মানেই বাংলাদেশ। আর নৌকা মানেই স্মার্ট
বাংলাদেশ। তাই ছেংগারচর পৌর নির্বাচনে নৌকা বিজয়ের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে
আবারো ক্ষমতায় আনতে নৌকা প্রতীক বিজয়ের বিকল্প নেই। তাই আওয়ামী লীগ, যবলীগ,
ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার প্রত্যয়
ব্যক্ত করেন বক্তারা।