Header Border

ঢাকা, শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
শিরোনাম
ফরিদগঞ্জে মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় কু*পি*য়ে আ*হত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক হলেন হাজীগঞ্জের জয়নাল আবেদীন  সাকিবের দেশে ফেরা নিয়ে আবারও জটিলতা হাজীগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবন্ধীর পরিবারকে ফাঁসানোর অভিযোগ! হাজীগঞ্জে ওয়ালটন গ্রাহকদের জন্য জনতা ফার্মেসীতে বিশেষ মূল্য ছাড় শাহরাস্তিতে পানিতে ডুবে ৯ বছর বয়সি শিশুর মৃ”ত্যু হাজীগঞ্জের বড়কুল পুর্ব ইউনিয়ন আইডিয়াল ক্লাব ও পাঠাগারের উপদেষ্টা ও কার্যকরি কমিটি গঠন ফরিদগঞ্জে সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ হাজীগঞ্জে লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টার বন্ধ একদিনে দুই লাশ হাজীগঞ্জে গাছ থেকে পড়ে ও পানিতে ডুবে শিশু’সহ ২ জনের মৃত্যু

শাহরাস্তিতে ইউপি সদস্যকে, সাবেক জেলা পরিষদ সদস্যে তুহিন খানের বিরুদ্ধে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

শাহরাস্তিতে ইউপি সদস্য ফারুক হোসেনকে, সাবেক জেলা পরিষদ সদস্য তুহিন খানের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।
উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ ফারুক হোসেন ও জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ তুহিন খানের মাঝে বাকবিতণ্ডার ঘটনায় একে অপরকে মারধরের অভিযোগ করেছেন।
শনিবার (২২ জুলাই) দুপুরে ওই ইউনিয়নের কুরকামতা গ্রামে উভয়ের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।
তুহিন খান সরকারি রাস্তার ইট তুলে নিয়ে নিজের বাড়ির কাজে লাগিয়েছেন, সেই ইট ফেরৎ চাওয়ায় তিনি ইউপি সদস্য ফারুকের উপর হামলা চালিয়েছেন বলে জানিয়েছেন ওই ইউপি সদস্য নিজে।
এদিকে সম্পূর্ন বিনা উস্কানিতে ইউপি সদস্য ফারুক তাকে মাথার পেছনে ঘুসি মেরে আহত করেছেন বলে দাবী জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ তুহিন খানের।

সরেজমিনে গেলে কুরকামতা গ্রামের টিপু জানান, তুহিন খান রাস্তার কাজ করার সময় ইট তুলে নিয়ে গেছেন। ফারুক মেম্বার ওই ইট ফেরৎ চাইলে তিনি ফারুক মেম্বারের উপর হামলা চালান।

ওই গ্রামের মাসুদুল হকের পুত্র রিপন জানান, তুহিন খান রাস্তায় মাটি ফেলার সময় ইট তুলে নিয়ে যায়। মেম্বার ওই ইট ফেরৎ দেয়ার কথা বললে তুহিন খান তার উপর হামলা করে।

কাইথড়া গ্রামের ছটকি বাড়ির মৃতঃ নূরুল ইসলামের পুত্র অটো রিক্সা চালক জামাল হোসেন জানান, ঘটনার সময় পাড়ার চা দোকানি ইউনুসের সাথে তুহিন খান ঠাট্টা মশকরা করছিলেন, ওই সময় ফারুক মেম্বার মোটরসাইকেল থামিয়ে তুহিন খানকে বলে গালাগাল বন্ধ করতে বলেন। এ সময় তুহিন খান জানান, তারা ঠাট্টা মশকরা করছেন। এক পর্যায়ে উভয়ের মাঝে তর্কাতর্কি বেঁধে যায়। এতে উভয়েই একে অপরকে গালমন্দ ও ধাক্কাধাক্কি করে। তিনি আরও জানান এখানে কোন মারামারির ঘটনা ঘটেনি।
চা দোকানি ইউনুস জানান, আমার সাথে ঠাট্টা মশকরা করার সময় তুহিন খান ও ফারুক মেম্বারের সাথে তর্কাতর্কি লেগে যায়। এক পর্যায়ে একে অপরকে গালাগালি ও উভয়ে হাতাহাতি লেগে যায়।

আরো পড়ুন  হাজীগঞ্জে দেড় শতাধিক পরিবারের মাঝে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

এ বিষয়ে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন জানান, দেড়-দুই বছর পূর্বে এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দের অনুকুলে কুরকামতা আমান চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে মালি বাড়ি পর্যন্ত ২শ’ ফুট রাস্তা ইটের সলিং করি।  জেলা পরিষদের সাবেক সদস্য তুহিন খান রাস্তায় মাটি ফেলার সময় নতুন ইট বসানোর কথা বলে  পুরাতন ইট তুলে তার বাড়িতে বিল্ডিংয়ের কাজে ব্যবহার করে। আমি ওই ইট দিয়ে সামনের বাকি রাস্তার কাজ করে দিতে বলায় তুহিন ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায়। ওই সময় তুহিন সরকার আমাদের, ইটও আমাদের, তুই বিএনপির লোক কিছু করতে পারলে করিস বলে আমাকে হুমকী দেয় বলে ফারুক জানান।
তিনি আরও জানান, তুহিন খান মুসুল্লিদের দানের টাকায় করা মসজিদের বাথরুমে জেলা পরিষদের প্লেট লাগিয়ে ৩ বার বরাদ্দ এনে অর্থ আত্মসাৎ করেছেন। মসজিদের ২য় তলার রড কেটে নিজের বাড়ি তৈরির কাজ করেছেন।
অপর দিকে তুহিন খান জানান, তার সঙ্গে আমি কিছুই করি নাই, বরং ফারুক আমার মা কে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং আমার উপর আক্রমন চালায়। আমি থানায় জীবনের  নিরাপত্তা চেয়ে সাধারণ ডাইরি করি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরাতন ইট তুলে নিয়ে সামনের রাস্তায় বসিয়েছি। মসজিদের কিছু রড নষ্ট হয়ে যাচ্ছে বলে সেগুলো টাকার বিনিময়ে বাড়িতে নিয়েছি। এলাকার মুসল্লীদের দানে দেড় লাখ টাকার ব্যয়ে বাথরুম করি। সেই বাথরুম দেখিয়ে জেলা পরিষদ থেকে বরাদ্দ এনে সেই টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করেছি। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পুর্ন মিথ্যা। তিনি আরও বলেন, খিলাবাজার স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটিতে কিছু বিএনপির লোক সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ওই স্কুলের এক ছাত্রীর সঙ্গে দুই শিক্ষকের অমানবিক ঘটনা ঘটে। তখন শিক্ষক ও পরিচালনা কমিটির বিএনপির সমর্থীত এক সদস্যর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় পরিচালনা কমিটির বিএনপি সমর্থক মাহবুব আলম সম্প্রতি গ্রেফতার হয়। গ্রেফতার হওয়া মাহবুব আর মেম্বার ফারুক একই দলের সমর্থক হওয়ায় উদ্দেশ্য প্রনোদিতভাবে স্থানীয় সংসদ সদস্যকে ফারুক গালাগাল করে। আমি বাধা দিলে সে আমার উপর হামলা চালায়।

আরো পড়ুন  জঙ্গীবাদ প্রতিরোধ ও দেশের উন্নয়নে ইমামদের ভ‚মিকা রাখতে হবে - বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক বলেন, ইউপি সদস্য ফারুক ঘটনাটি আমাকে মোবাইলে জানিয়েছে। হানিফ চেয়ারম্যান থাকাকালীন তুহিন রাস্তার ইট নিয়েছে শুনেছি। আমার আমলে ওই রাস্তায় বরাদ্দ দিয়েছি। সদস্য ফারুক কাজ করেছে। তিনি আরও জানান,  আমার সদস্যর উপর হামলা হয়েছে তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করবো। তার পর কি হয় দেখবো।

ঘটনাস্থল পরিদর্শনে আসা খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুব্রত কুমার সরকার জানান, আমরা জানতে পেরেছি এখানে মারামারি হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোন সমস্যা নেই।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফরিদগঞ্জে মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় কু*পি*য়ে আ*হত
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক হলেন হাজীগঞ্জের জয়নাল আবেদীন 
সাকিবের দেশে ফেরা নিয়ে আবারও জটিলতা
হাজীগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবন্ধীর পরিবারকে ফাঁসানোর অভিযোগ!
হাজীগঞ্জে ওয়ালটন গ্রাহকদের জন্য জনতা ফার্মেসীতে বিশেষ মূল্য ছাড়
শাহরাস্তিতে পানিতে ডুবে ৯ বছর বয়সি শিশুর মৃ”ত্যু

আরও খবর

error: Content is protected !!