শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহযোগী সংগঠনের উদ্যোগে পথসভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল খিলাবাজার সিএনজি স্ট্যান্ডে এ পথসভা অনুষ্ঠিত হয়। রিয়াদ প্রবাসী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী মোঃ শফিউল্লাহর সভাপতিত্বে ও জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ তুহিন খাঁনের সঞ্চালনায় পথসভা প্রধান অতিথির বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক মাস্টার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুর রহমান,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউছার হোসেন, আওয়ামী লীগ নেতা সাহেব আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কুতুব উদ্দিন সোহাগ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হিমু, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শাহাদাত হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বোরহান উদ্দিন, শ্রমিকলীগ নেতা সালাউদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।