জহিরুল ইসলাম জয়:
হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবস পালিত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার বদরপুর কাদেরীয়া চিশতিয়া হোসাইনিয়া দরবার শরীফেরর পীরসাহেব কেবলা শায়খ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী (মা.জি.য়া) র পরিপূর্ণ সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঐতিহাসিক বদর দিবসের দিনে একই সাথে মুলভী দরবেশ নুরুল হোসাইন খান ও অধ্যক্ষ আল্লামা নুরুল আলম খান (রহ.) ও মুরহুম শাহজাদা নেয়ামতউল্ল্যাহ খান এর ওফাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন বদর দরবার শরিফের মহাপরিচালক সাহেবজাদা মাও. মো. রহমতউল্ল্যাহ।
এ সময় বদরপুর দরবার শরীফের আসেকান, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।