সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ আল কাউসার একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. শাহ জালাল মানিকের সভাপতিত্বে ও সাংবাদিক এস এম মিরাজ মুন্সীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মালিগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মনির হোসাইন মুন্সী, বেলচোঁ আল কাউসার একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ মঞ্জুর আহমেদ পাটোয়ারী, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল মজিদ, সেন্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শহিদ উল্ল্যাহ আলফু, মো. রসুল আমিন আরিফ, প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফরিদগঞ্জ শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সোহরাব প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনটি তাৎপর্য তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হোসাইন পাটোয়ারী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপুলার বিডিনিউজের যুগ্ম-বার্তা সম্পাদক হোসেন বেপারী, প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এমরান হোসেন পাটোয়ারী।
এর পর প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ও জেলার ১০ টি সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের ক্রেস্ট প্রদান করা হয়।
শেষে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।