চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে রাজেন্দ্র খাল সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী । রবিবার (২৭ আগষ্ট) বিকেলে ইউনিয়নের বালিথুবা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভয়াবহ জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পেতে রাজেন্দ্র খাল খনন সংস্কার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে জলাবদ্ধতার ভুক্তভোগী এলাকাবাসী সম্মিলিতভাবে এই মানববন্ধনে শামিল হন।
বালিথুবা পূর্ব ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিপন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-এলাকার রাজনীতিবিদ শিক্ষক ও সচেতন নাগরিকবৃন্দ।
মানববন্ধন পরিচালনা করেন, সাংবাদিক আবু তালেব সরদার ।বক্তারা বলেন, সিআইপি বেড়ি বাঁধের শাখা খালটি সংস্কারের জন্য দীর্ঘ বছর ধরে চেষ্টা করেও কোন সংস্কার না করায় এ অঞ্চলে বর্ষা মৌসুমে খালটি সম্পূর্ণ আগাছা ও বর্জ্যে সয়লাব হয়ে গেছে ।এতে করে বর্ষা এলে বারি বৃষ্টিতে ফসল পানিতে তলিয়ে যায়। বাজারের ব্যবসায়ীরা বজ্র ফেলে বর্ষার মৌসুমসহ সারা বছর পানি চলাচলে মারাত্মক ভাবে ভিনগ্ন ঘটে ।অপরদিকে বাজারের ফেলা ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে ।
জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগের শেষ নেই।
অবিলম্বে ভয়াবহ জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পেতে বালিথুবা বাজার থেকে সিআইপি বেড়িবাধ ও বালিথুবা বাজার থেকে ইউনিয়ন পরিষদ হয়ে লিলাম বাড়ির ব্রিজ পর্যন্ত খাল খনন ও সংস্কার করার জন্য কার্যকর পদক্ষেপ দাবি করেন।