Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ কচুয়া পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা মতলব উত্তরে ৩৮ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক!  মতলব উত্তরে কালীপুর লঞ্চঘাটের পন্টুনে ওঠার খুঁটি ভাঙা ; লঞ্চে উঠতে যাত্রীদের ভোগান্তি হাজীগঞ্জে সৌদি প্রবাসীর সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগ নারায়ণগঞ্জ ইয়ং ফাইটার্স ক্লাবের খেলোয়াড়দের ট্রাকস্যুট ও জার্সি প্রদান জানালার গ্রীল কেঁটে গভীর রাতে কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি চাঁদপুর সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা 

হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী সমিতির সহ-সভাপতি ও সহ-সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত

হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও সহ-সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির গঠণতন্ত্র অনুযায়ী নির্বাচিত ৭ জন সদস্যদের ভোটে সহ-সভাপতি পদে মো. কাউছার আলম ও সহ-সাধারণ সম্পাদক পদে রিপন চন্দ্র কর নির্বাচিত হন।
নির্বাচনের সমন্বয়ক মো. আব্দুর কাদের কেবিএফ এর সার্বিক ব্যবস্থাপনায় ও নব-নির্বাচিত সদস্যদের সার্বিক সহযোগিতায় শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধায় হাজীগঞ্জ বাজারস্থ শেরাটন হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টের কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
একই সময়ে সমিতির ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। তারা হলেন, গাজী মো. বিল্লাল হোসেন, মেহেদী হাসান ফিরোজ, কাজী মো. বিল্লাল হোসেন, মো. সাইফুল ইসলাম হীরা ও মো. আব্দুল কাদের কেবিএফ।
প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনিরুজ্জামান বাবলু, সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্ল্যাহ ও নির্বাচন কমিশনার মো. বিল্লাল হোসেন পাটোয়ারীর উপস্থিতিতে এ নির্বাচন ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
জানা গেছে, নির্বাচিত সাতজনের ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হন মো. কাউছার আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মো. আব্দুর রহমান। সহ-সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয় রিপন চন্দ্র কর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মো. লিটন পাটোয়ারী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মো. মানিক হোসেন সরদার ও গীতা থেকে পাঠ করেন রিপন চন্দ্র কর। এরপর স্বাগত বক্তব্য দেন, নির্বাচনের সমন্বয়ক মো. আব্দুল কাদের কেবিএফ। এ সময় সমিতির ভবিষ্যৎ করণীয় বিষয় উল্লেখপূর্বক বক্তব্য দেন, উপদেষ্টা গাজী মো. বিল্লাল হোসেন, মো. সাইফুল ইসলাম হীরা ও সংগঠনের নব-নির্বাচিত সভাপতি ইউছুফ প্রধানীয়া সুমন।
ওই সময় সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জানে আলম রাসেল, দপ্তর সম্পাদক মো. আজাদ হোসেন, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্য মো. আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজল দেবনাথ’সহ সমিতির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর শনিবার স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬০ জন সদস্যের মধ্যে ৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশগ্রহণকৃত ১২ জন প্রার্থীর মধ্যে ৫ পদে ১০ জন সরাসরি ভোটযুদ্ধে অংশগ্রহণ করেন।

এতে ব্যালেট পেপারের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কোষাধ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দুই জন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচিত এই সাত জনের ভোটে সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন  মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিনের বদলী : নবাগত ওসি রাশেদ মোবারক

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
কচুয়া পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা
মতলব উত্তরে ৩৮ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক! 
মতলব উত্তরে কালীপুর লঞ্চঘাটের পন্টুনে ওঠার খুঁটি ভাঙা ; লঞ্চে উঠতে যাত্রীদের ভোগান্তি

আরও খবর

error: Content is protected !!