কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জের ধরে মুসলমান ধর্মের পবিত্র জায়গা
কবরস্থানের সাথে গোয়াল ঘর নির্মাণ করে আবর্জনা ফেলে পরিবেশ দূষণ ও
ধর্মীয় অনুভূতিতে আঘাত পাওয়ার মতো কাজ করার এলাকায় উত্তেজনা বিরাজ
করছে। উপজেলা পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ পূর্বপাড়া আব্দুর
রহমানের বাড়ীতে পারিবারিক কবরস্থানের সাথে এই গোয়াল ঘরের আবর্জনা ফেলে
পবিত্রতা নষ্ট করায় সমালোচনার ঝড় উঠেছে। গত রবিবার সরজমিনে গেলে জানা
যায়, মৃত কবির হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান ওই বাড়ীর দক্ষিণ অংশে ঘরবাড়ী
নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। অপর দিকে একই বাড়ীর
জাকির হোসেন গং উত্তর পাশে বসবাস করে।
সিদ্দিকুর রহমানের পরিবারের লোকজন জানান, আমরা দীর্ঘদিন ধরে বাড়ীতে
প্রবেশের যে রাস্তাটি ছিল, সে রাস্তাটি বন্ধ করে দিয়ে জাকির হোসেন গং
বসত ঘর নির্মাণ করে আমাদের চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তা
ছাড়াও আমাদের পারিবারিক কবরস্থানের সাথে গোয়াল ঘর নির্মাণের ফলে
প্রতিনিয়ত গবাধি পশু মলমূত্র ফেলে কবরস্থানের পবিত্রতা নষ্ট করছে। তারা আরো
জানান, এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামত
উপেক্ষা করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।
এ বিষয়ে জাকির হোসেন জানান, আমাদের সাথে সিদ্দিকুর রহমান গংদের
সাথে সম্পত্তিগত বিরোধ রয়েছে। আমরা আমাদের জায়গার উপর গোয়াল ঘর
নির্মাণ করেছি। সম্পত্তিগত বিরোধ সমাধান হলে গোয়াল ঘর সরিয়ে দিবো।
ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, বিষয়টি সম্পর্কে আমি
অবগত হয়েছি। সরেজমিনে গিয়ে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মিমাংসা করার
উদ্যোগ নেব।