দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য প্রার্থী সিআইপি জালাল আহমেদের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়েছে।
১৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেলসহ একটি শোভাযাত্রা বের করা হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার কয়েকটি ইউনিয়ন প্রদক্ষিণ করে। এ সময় সিআইপি জালাল আহমেদ নেতাকর্মীদের সাথে নিয়ে ফরিদগঞ্জ বাজার, রূপসা বাজার, আমিরা বাজার, খাজুরিয়া বাজার, আষ্টা বাজার, গল্লাক বাজার, গুপ্টি বাজার, চৌরঙ্গী বাজার, পাটওয়ারী বাজার এবং গাজীপুর বাজারে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে নৌকায় ভোট প্রার্থনা করেন।
প্রচারণায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা যুবলীগের সদস্য ও তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারী, সিআইপি জালাল আহমেদের সহধর্মিণী মায়মুনা খাতুন ইকরা, কাতারস্থ ফরিদগঞ্জ আওয়ামী ফোরামের সভাপতি রাসেল খান টিটু, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল মিয়াজি, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।