মতলব উত্তর উপজেলার সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলা সামাজিক স¤প্রীতি
কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য
আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু’র সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
আসাদুজ্জামান জুয়েল, সহকারী কমিশনার (ভ‚মি) মো. আল এমরান খাঁন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, জেলা
পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পূর্ব ইউপি সদস্য গোলাম নবী খোকন,
উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, তালতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খোরশেদ আলম,
ছেংগারচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার বাড়ৈ প্রমুখ।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য উপজেলার ৩৪টি মন্ডপে ৫শ’ কেজি চাল দেয়া হয়।