কচুয়া পৌরসভাধীন কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ৪
তলা একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল
বৃহস্পতিবার বিকালে মাদ্রাসার ভবন উদ্বোধন শেষে অভিভাবক সমাবেশে প্রধান
অতিথির বক্তব্য রাখেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
তিনি বলেন, আপনাদের দাবী অনুযায়ী এই মাদ্রাসাটি ৪ তলা ভবন করতে
সক্ষম হয়েছি। এই মাদ্রাসাকে বিজ্ঞান সম্মত মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত
করতে অচিরেই ল্যাব স্থাপন করা হবে। মাদ্রাসারটি সকল প্রতিবন্ধকতা দূরে
সরিয়ে লেখাপড়া এগিয়ে যাচ্ছে। আপনাদের সকলের সহযোগীতায় আমার
নেতৃত্বে কচুয়া এগিয়ে যাবে এই বিশ^াস আমার আছে আপনাদের প্রতি।
কচুয়ার কল্যানে কথা মনে রেখে উন্নয়নের লক্ষ্য সামনে রেখে জনগনই সিদ্ধান্ত
নিবে আগামীতে কে নেতা হবেন। বাংলাদেশে আর কোনো দিন মীরজাফরদের স্থান
দেওয়া হবে না। বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী খন্দকার মোসতাকেরা যেনো আর
কোনো দিন ক্ষমতা দখল করতে না পারে জননেত্রী শেখ হাসিনার সৈনিকরা প্রস্তত
রয়েছে।
মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী দপ্তর সম্পাদক
গাজী ফারুকের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল
চেয়ারম্যান সুলতানা খানম, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া,পৌর আওয়ামী লীগের
সভাপতি মো.আকতার হোসেন সোহেল ভূইঁয়া,পৌর আওয়ামী লীগের সহ-
সভাপতি জাবরুল হাসান শাহীন, কাউন্সিলর তাজুল ইসলাম রাজু,আব্দুল
কাদির,মাদ্রাসার সুপার মাও.ইয়াকুব আলী। সমাবেশে শুরুতে ড.মহীউদ্দীন খান
আলমগীর এমপি ৪ তলা একাডেমিক ভবনের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন।
ছবি: কচুয়ার কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন
উদ্বোধন ও অভিভাবক সমাবেশ বক্তব্য রাখছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।