চলছে রমজান মাস। একই সঙ্গে চলছে সূর্যের তাপপ্রবাহ যা জনজীবন অস্তির করে তুলছে। এমন সময়ে হাজিগঞ্জজুড়ে হঠাৎ স্বস্তির ঝড়-বৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে দমকা হওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ বৃষ্টিতে হাজিগঞ্জবাসী এবং বাজারে কেনাকাটা করতে আসা অনেকেই কিছুটা বিপর্যয়ে পড়লেও তাপমাত্রা কমে আসায় অনেকটা স্বস্তিও ফিরে এসেছে জনজীবনে। আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও বিকেলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়।
এদিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।